যুক্তরাজ্যর অভিবাসন সংস্কার বিষয়ে আলোচনা শুক্রবার

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল আগামী শুক্রবার মন্ত্রী সভার বৈঠকে যুক্তরাজ্যর অভিবাসন সংস্কার বিষয়ে আলোচনা করবেন আশা করা হচ্ছে। বৈঠকে কিছু অভিবাসন বিষয়ে যুক্তরাজ্য আগমনের বেতন কাঠামো কমিয়ে আনা হবে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে ইইউর বাইরে থেকে দক্ষ অভিবাসীদের যুক্তরাজ্যে আগমনের জন্য বছরে নূূন্যতম ৩০,০০০ পাউন্ডের চাকরির অফার থাকা দরকার হয়। তবে সংবাদ মাধ্যম বিবিসি ধারনা করছে বেতন কাঠামোটি কমিয়ে বছরে ২৫ হাজার ৬শ পাউন্ড করা হতে পারে।

এদিকে আগামী ৩১ই ডিসেম্বর যুক্তরাজ্য ও ইইউ‘র মধ্যেকার ট্রানজিশণ পিরিয়ড শেষ হওয়ার পরে ইইউ নাগরিকরা একই নিয়মের মুখোমুখি হবে। অন্যদিকে কম উপার্জনকারী শ্রমিকদের ভিসা দেওয়ার জন্য অন্যত্র পয়েন্ট অর্জন করার জন্য অনুমতি দেওয়া হতে পারে,যদি তারা স্কিল শর্টেজেস সেক্টরে কাজ করেন। সেক্ষেত্রে ভাল ইংরেজি বলতে পারলে এবং অসাধারন শিক্ষাগত যোগ্যতা থাকলে পয়েন্টগুলো পুরষ্কার হিসেবে দেওয়া হবে। অপরদিকে মাইগ্রেশন উপদেষ্টা কমিটি (ম্যাক) বলছে, শিক্ষক ও দক্ষ এনএইচএস কর্মী নিয়োগ সহ সকল শ্রমিকের জন্য তা ২৫,৬০০ পাউন্ডে নামিয়ে আনা উচিত। এছারাও কমিটির সভাপতি বরিস জনসনের নতুন পয়েন্ট ভিত্তিক অভিবাসন ব্যবস্থারও সমালোচনা করেছেণ।
এদিকে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, গেল বছর সাধারন নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার সময় ইমিগ্রেশণ ইস্যুতে একটি অস্ট্রেলিয়ান পয়েন্ট বেস সিস্টেম চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তাই আশা করা হচেছ মি: জনসন খ্বু দ্রুতই এটির বাস্তবায়ন করবেন। অপরদিকে হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল বলেছেন, কমিটির সুপারিশগুলি সাবধানতার সাথে মন্ত্রীরা বিবেচনা করবেন।