যুক্তরাজ্যের প্রথমবারের মতো বাড়ির মূল্য ২৫ লক্ষ পাউন্ড বৃদ্ধি পেয়েছে

যুক্তরাজ্যের বৃহত্তম মর্টগেজ প্রদানকারীর হ্যালিফ্যাক্স এর মতে, যুক্তরাজ্যের বাড়ির দাম প্রথমবারের মতো ২৫ লক্ষ পাউন্ড বৃদ্বি পেয়েছে।
লয়েডস ব্যাংকিং গ্রুপের অংশ হ্যালিফ্যাক্স এর মতে , চলতি অক্টোবরে বাড়ির দাম গত বছরের তুলনায় ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হ্যালিফ্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক রাসেল গ্যালি বলেছেন , ফার্লো এবং অন্যান্য সরকারী সহায়তায় বাড়ানোর ফলে কিছুটা দরপতন রোধে ভূমিকা রাখছে,তবে ভবিষ্যৎ এখনো অনেকটা অনিশ্চিত।
এক পরিসংখানে দেখা যাচ্ছে , ২০০৬ সালের মাঝামাঝি থেকে বাড়ির দাম গত চার মাসে সর্বাধিক লক্ষ্য করা গেছে। হ্যালিফ্যাক্স আরো জানিয়েছে , বড় বাড়িগুলো চাহিদা বেড়েছে এবং মূল্যও বৃদ্ধি পেয়েছে ।