যুক্তরাজ্যে হাই-স্পিড রেল সংযোগ তৈরির ঘোষণা দিলেন বরিস জনসন

ব্রিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিতর্কিত এইচএস টু হাই-স্পিড রেল সংযোগ তৈরির ঘোষণা দিয়েছেন। আজ মঙ্ঘলবার সংসদে এক ভাষনে বরিস জনসন জানান,মন্ত্রী সভার বেঠকের পর এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সকলের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান,রুটের প্রথম ধাপটি লন্ডন এবং বার্মিংহামের মধ্যে যাত্রা করবে এবং দ্বিতীয় পর্বটি ম্যানচেস্টার এবং লিডসে যাবে। মিস্টার জনসন হাই-স্পিড রেল সংযোগ তৈরিকে একটি বিতর্কিত এবং কঠিন সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করেছেন। এছারাও প্রধানমন্ত্রী এইচএস টু সংস্থার এই প্রকল্পের পরিচালনা পর্ষদের কঠোর সমালোচনা করেন এবং এ প্রকল্পটির তদারকি করার জন্য একটি পূর্ণকালীন মন্ত্রী নিয়োগ করতে যাচ্ছেন বলে ঘোষনা দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকল্পটির শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিক ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে এইচএস টু এর সমর্থকরা বলছেন এটি পরিবহণের সময়কে আরও উন্নত করার পাশাপাশি প্রচুর চাকরি তৈরি করবে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখবে। শুধু তাই নয় এটি তৈরি হয়ে গেলে ভ্রমনে সময় কম লাগবে। অথ্যাৎ পরিবহণ দফতরের সূত্র মতে,লন্ডন থেকে বার্মিংহাম ভ্রমণের সময় এক ঘন্টা,২১ মিনিট থেকে ৫২ মিনিটে কমে আসবে। এছারাও এটি নির্মাণের সময় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। লন্ডন এবং বার্মিংহামের মধ্যে হাই-স্পিড রেল যোগাযোগের প্রথম ধাপটি ২০২৬ এর শেষে খোলার কথা ছিল।

তবে পরিবহণ মন্ত্রী গ্রান্ট শাপস গত সেপ্টেম্বরে সংসদ সদস্যদের বলেছিলেন, প্রথম ট্রেনগুলি ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে চালু নাও হতে পারে এবং ম্যানচেস্টার এবং লিডসের দ্বিতীয় পর্বটি ২০৩২-৩৩-এ চালুর কথা থাকলেও তা পিছিয়ে ২০৩৫-৪০ নেয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে বরিস জনসন এমপিদের বলেছেন, তিনি আশা করছেন অবিলম্বে কাজ শুরু করা হলে ট্রেনটি এক দশকের শেষের দিকে চলাচল শুরু করতে পারে।