সরকারের কাছে আর্থিক সহায়তার আহ্বান যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর

যুক্তরাজ্যে বর্তমানে করোনা সংক্রমন নিয়ন্ত্রনে বিভিন্ন অঞ্চল কঠোর বিধিনিষেধ এর মধ্য দিয়ে যাচ্ছে । এ সময়কালে ব্যাবসা প্রতিষ্ঠানগুলোর বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে আর্থিক সহায়তার প্রদান করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে ।
ব্রিটিশ চেম্বারস অফ কমার্স এক মুথপাত্র বলেন , ব্যবসায়ীদের সহায়তা ব্যতীত যুক্তরাজ্যের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় । তবে যুক্তরাজ্যে সরকার বলছে ,আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান গুলো এক কঠিন সময় পার করছে। এ কারণেই তাদের সহায়তায় একটি ব্যবসায়িক প্যাকেজ ঘোষনা করা হয়েছে ।
এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে ২০০ বিলিয়ন পাউন্ড এর বেশি সহায়তার ঘোষনা দেওয়া হয়েছে। এবং করোনা বিধিনিষেধে এর কারনে যেসকল কোম্পানী বা ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে , সে সকল প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরির দুই তৃতীয়াংশ প্রদান করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্থ ফার্মগুলি প্রতি মাসে ৩০০০ পাউন্ড পর্যন্ত অনুদানও প্রদান করা হবে ।