সিনেওয়ার্ল্ড আসছে সপ্তাহে গুলোতে যুক্তরাজ্যে সিনেমা প্রদর্শন অস্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা !

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিনেমা অপারেটর " সিনেওয়ার্ল্ড " আসছে সপ্তাহে গুলোতে যুক্তরাজ্যে সিনেমা প্রদর্শন অস্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করছে । সংস্থাটি বলছে যে করোনা পরিস্থিতি এবং বড় বাজেটের চলচ্চিত্র প্রদর্শনের বিলম্বের ফলে তাদের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা ও কর্মচারীর চাকরি বেশ ঝুঁকিতে রয়েছে ।
সানডে টাইমস-এ প্রথম প্রকাশিত তথ্য অনুযায়ী , এই সংস্থাটি প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সংস্কৃতি সন্ত্রী অলিভার ডাউডনকে চিঠি দিয়ে জানিয়েছে , তারা এই মুহূর্ত তাদের কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। যুক্তরাজ্যের সিনেমা অ্যাসোসিয়েশনের প্রধান ফিল ক্লাপ বলেন ,সিনেওয়ার্ল্ড বন্ধ হওয়া মানে এই মুহুর্তে পুরো যুক্তরাজ্যের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ।
তিনি আরো বলেন , যদিও জুলাই মাসে সিনেমা হল পুনরায় চালু হয়েছিল কিন্তু করোনা আতঙ্ক এবং ভাল মানের চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় দর্শকদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না ।
অন্যদিকে সরকারের ডিজিটাল, সংস্কৃতি, মিডিয়া এবং স্পোর্ট বিভাগ জানিয়েছেন , টিকিটে মূল্য ছাড়, ব্যবসায়িক ছুটি এবং বাউন্স-ব্যাক লোন্স মাধ্যমে সিনেমা প্রদর্শন কারী সংস্থাগুলো সমর্থন দিয়ে যাচ্ছে সরকার ।
সিনেমাওয়ার্ড কর্তৃপক্ষ জানান, লকডাউন এর পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১.৬ বিলিয়ন পাউন্ড লোকসানের সম্মুক্ষীণ হয়েছেন তারা। আর তাই তাদের কার্যকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।