স্কটল্যান্ডে নতুন করে করোনা বিধি নিষেধ আরোপ আগামী শুক্রবার থেকে পাব , রেস্তারা বন্ধ ঘোষনা

স্কটল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন নতুন করে করোনা বিধিনিষেধ আরোপ করেছেন। তবে পুরোপুরি লকডাউন দেওয়া হবে না এ ব্যাপারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
আজ স্কটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এই নতুন পদক্ষেপের বিষয়টি ঘোষনা করেন তিনি। এতে বলা হয় আগামী শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সমগ্র সেন্ট্রাল স্কটল্যান্ডে সমস্ত পাব এবং রেস্তোরা দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
তিনি বলেন , যে সকল অঞ্চলগুলিতে করোনার প্রকোপ বেশী সেখানে কঠোর বিধি নিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন । গ্রেটার গ্লাসগো এবং ক্লাইড, ল্যানার্ক-শায়ার, লোথিয়ান, ফোর্থ ভ্যালি এবং আইরি-শায়ার এবং আরান স্বাস্থ্য বোর্ড অঞ্চলগুলো সহ স্কটল্যান্ডের কেন্দ্রীয় বেল্টগুলিতে বিশেষত এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে আগামী বছর স্কটল্যান্ডে স্কুল পরীক্ষার পরিকল্পনার বিষয়ে শিক্ষামন্ত্রী জন সুইন বলেন , আগামীকাল পরীক্ষার সকল ব্যাপারে আপডেট দেওয়া হবে । এদিকে স্কটল্যান্ডে গড়ে প্রতিদিন ৭৩০ জন করোনায় আক্রান্ত হচ্ছেন এবং গত পনের দিনে ২৮৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ।