হাফ টার্ম ছুটিতে ইংল্যান্ডের বাচ্চাদের জন্য বিনামূল্যে স্কুল খাবার প্রদানের বিষয়টি প্রত্যাখ্যান

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাফ টার্ম ছুটিতে ইংল্যান্ডের বাচ্চাদের জন্য বিনামূল্যে স্কুল খাবার প্রদানের বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন এ পর্যন্ত সরকারএর পক্ষ থেকে যথেষ্ঠ সহায়তা করা হয়েছে ।
তিনি বলেন " কোনও শিশু যাতে ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করার জন্য আমাদের সরকার সমস্ত কিছু করবে। বিষয়টি নিয়ে বিরোধী দল এবং নিজ দলের এমপিদের চাপের মুখে মি.জনসন এ কথা বলেন।
মিঃ জনসন আরও বলেন, গ্রীষ্মের পর থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মার্কাস রাশফোর্ডের সাথে কথা বলেননি। তবে রাশফোর্ড এর এমন কার্যক্রমকে সাধুবাদ জানান। কিন্তু আমদের এখন করোনা সঙ্কট মোকাবেলায় অধিক মনোযোগি হতে হবে , ব্যবসা-বাণিজ্য, চাকরি ও জীবিকা নির্বাহ এসব সংকট মোকাবেলায় আমাদের কাজ চালিয়ে যাওয়া দরকার , আজ একটি হাসপাতালে পরিদর্শনকালে মিঃ জনসন এসব কথা বলেন।
এদিকে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যন্ডে ইতিমধ্যে বিনামূল্যে স্কুল খাবারের ভাউচার স্কিম চালু করা হয়েছে।