৪৮ ঘন্টার জন্য যুক্তরাজ্যের সীমানা বন্ধ করে দিয়েছে ফ্রান্স, খাদ্য সংকটের আশঙ্কা

যুক্তরাজ্যের দক্ষিণ ও দক্ষিণপূর্বে একটি নতুন বৈশিষ্ঠ এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ফ্রান্স ৪৮ ঘন্টার জন্য যুক্তরাজ্যের সীমানা বন্ধ করে দিয়েছে।
স্থানীয় সময় গতকাল রাত এগারোটা থেকে ফ্রান্স যুক্তরাজ্যের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এর ফলে যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেলের তীরবর্তী ডোভারের ফেরি ও টানেল এর দু-প্রান্তেই অসংখ্য গাড়ি ও ট্রাক আটকা পড়েছে। এই চ্যানেলটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বলে বিবেচিত হয়ে আসছে । যেখানে প্রতিদিন প্রায় দশ হাজার লরি প্রবেশ করে ।
সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা খাদ্য সংকটের আশঙ্কা করছে বলে জানা যায়।
ফুড অ্যান্ড ড্রিংক ফেডারেশনের (এফডিএফ) প্রধান ইয়ান রাইট বলেছেন ,যুক্তরাজ্যের ক্রিসমাসের জন্য তাজা খাদ্য সরবরাহ এবং যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রপ্তানি মারাত্মকভাবে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন ,যুক্তরাজ্যে সব ধরনের খাদ্য সরবরাহ এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং ক্রিসমাসেকে কেন্দ্র করে কোন প্রকারের খাদ্য সংকট পরবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ।