ইউক্রেন: রাশিয়ার সাথে একতা নিয়ে চীনকে সতর্ক করেছেন জিসিএইচকিউ প্রধান

ইউক্রেন আক্রমণের পর চীনের রাশিয়ার সাথে খুব ঘনিষ্ঠভাবে সংযুক্ত হওয়া উচিত নয় বলে যুক্তরাজ্যের সাইবার-গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর প্রধান কর্মকর্তা সতর্ক করেছেন। সূত্র: বিবিসি
স্যার জেরেমি ফ্লেমিং বলেন, মস্কোর সঙ্গে জোট করে চীনের দীর্ঘমেয়াদী স্বার্থ পূরণ হবেনা।
অস্ট্রেলিয়া সফরের সময় একটি বিরল জনসাধারণের ভাষণে, স্যার জেরেমি আরও বলেন যে রাশিয়া ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে ব্যাপকভাবে ভুল বিচার করেছে।
তিনি বলেন যে ভ্লাদিমির পুতিনের উপদেষ্টারা "তাকে সত্য বলতে ভয় পাচ্ছেন"।
তিনি বলেন, ক্রেমলিন বর্তমান সংকটে চীনকে অস্ত্র, প্রযুক্তি সরবরাহকারী এবং তেল ও গ্যাসের সম্ভাব্য বাজার হিসেবে বিবেচনা করছে।