ক্রিসমাসের আগে ক্ষমতা হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন অসবর্ন

প্রাক্তন টোরি চ্যান্সেলর জর্জ অসবর্ন আজ বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ক্রিসমাসের আগে ক্ষমতা হারাতে পারেন। চ্যানেল ফোর কে দেয়া এক সাক্ষাতকারে অসবর্ন বলেন ক্রিসমাস পর্যন্ত লিজ ট্রাসের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে থাকার সম্ভাবনা কম,কারন সব কিছূ অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে।
এর আগে প্রথম কনজারভেটিভ এমপি হিসেবে ক্রিসপিন ব্লান্ট জনসমক্ষে বলেছেন "খেলা শেষ, তিনি বিশ্বাস করেন না যে, লিজ ট্রাস চলমান এই সংকটে টিকে থাকতে পারবেন। শুধু তাই নয়, মিস্টার ওসবোর্ন চ্যানেল ৪-এর অ্যান্ড্রু নিল শো‘কে বলেছেন, মিস ট্রাস একজন "পাইনো অথাৎ শুধুমাত্র নামেই প্রধানমন্ত্রী।"
তিনি বলেন,সেপ্টেম্বরের শেষে একটি বিপর্যয়কর মিনি-বাজেটের পরে চাপ বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রী টেন ডাউনিং স্ট্রিটে লুকিয়ে আছেন। তবে মিস্টার ওসবোর্ন এও বলেন, "এমন একটি পরিস্থিতি কল্পনা করা সম্ভব যেখানে মিসেস ট্রাস সম্পূর্ণরূপে সব কিছু ঢেলে সাজাবেন এবং ঋষি সুনাকের মিত্রদের এনে তার মন্ত্রিসভায় রদবদল করেন।
কিন্তু শেষ পর্যন্ত লিজ ট্রাস ক্ষমতায় টিকে যেতে পারবেন কিনা এমন প্রশ্ন অসবোর্ন কে জানতে চাওয়া হলে তিনি বলেন সম্ভবত নয় বলে জানান।