সাশ্রয়ী মূল্যে শিশু যত্নের দাবিতে ইউকে জুড়ে মিছিল

আজ শনিবার সেন্ট্রাল লন্ডনে শত শত বিক্ষোভকারীরা জড়ো হয়ে সরকারকে চাইল্ড কেয়ার সেক্টর এবং পেটারনাল লিভের সংস্কারের আহ্বান জানিয়েছে। মার্চ অফ মামিস এ অংশগ্রহন করা বিক্ষোভকারীরা "সাশ্রয়ী মূল্যের শিশু যতœ, সহলভ্য কাজ এবং পেটারনাল লিভের যথাযথ অর্থ প্রদান চান।
এদিকে ইভেন্টটি ব্রিস্টল,গ্লাসগো এবং নরউইচ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সরকার বলেছে, এটি "কর্মজীবী পিতামাতাদের সমর্থন করতে এবং তাদের কাজে অংশগ্রহণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ"।
তবে লন্ডনে বক্তৃতাকালে, লেবার এমপি স্টেলা ক্রিসি, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মাতৃত্বকালীন ছুটির বিষয়ে ধারনা নেই উল্লেখ করে তার সমালোচনা করেন। পিএ নিউজ এজেন্সির সাথে কথা বলার সময়, স্টেলা আরও বলেন "আমাদের জীবনযাত্রার ব্যয় সংকট যেভাবে বাড়ছে সেভাবে অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে না।
শুধূ তাই নয়, চাইল্ড কেয়ারে বিনিায়োগ না করে এই চ্যালেঞ্জগুলির সমাধান করা সম্ভব নয় বলেও তিনি জানান।