যুক্তরাজ্যে রেল ধর্মঘট স্থগিতের পরও যাত্রী সেবা বিঘ্ন

রেলকর্মীদের ডাকা ধর্মঘট বাতিল করা হলেও আজ শনিবার যুক্তরাজ্যের রেল সেবাগুলো বিঘ্ন ঘটেছে। আর এতে দুর্ভোগে পড়েছে দেশটির হাজার হাজার যাত্রী। এ বিষয়ে নেটওয়ার্ক রেল সতর্ক করেছিল, পরিষেবাগুলি "অত্যন্ত সীমিত" থাকবে, সোমবারের ট্রেনগুলিও প্রভাবিত হতে পারে বলে সর্তক করা হয়।
আরএমটি ইউনিয়ন বলেছে, তারা এখন নেটওয়ার্ক রেল এবং ট্রেন অপারেটরদের সাথে গুরুত্বপুর্ন আলোচনায় অংশ নিবে। বেতন এবং নানা শর্তাবলী নিয়ে বিরোধের কারণে ৫, ৭ এবং ৯ নভেম্বর ধর্মঘট ডাকার পরিকল্পনা করা হয়েছিল।রেল কোম্পানিগুলো জানিয়েছে রেল পরিসেবা বিঘœ রোধ করতে আরএমটি‘র ঘোষণাটি খুব দেরিতে এসেছিল।
তারা জানিয়েছে শনিবার, রবিবার এবং সোমবারের জন্য একটি অস্থায়ী সংশোধিত সময়সূচী বহাল থাকবে। অন্যদিকে আরেকটি পরিবহন ইউনিয়ন, টিএসএসএ ইতিমধ্যেই নেটওয়ার্ক রেলের নভেম্বরের ধর্মঘট বন্ধ করে দিয়েছে যাতে করে আলোচনা চলতে পারে এবং শুক্রবার বিভিন্ন সংস্থা শনি, সোম এবং বুধবার পরিকল্পিত রেল ধর্মঘট স্থগিত করেছে৷
এদিকে রেল সেবা বিঘেœর ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। নির্ধারিত গন্তব্যে পৌছাতে না পারায় অনেক যাত্রীদেরই বাড়ী ফিতে যেতে হয়েছে। শুধু তাই নয়, ট্রেন না পাওয়ায় অনেক যাত্রীকে ফ্লাইট মিস করতে হয়েছে।