পুতিন রাশিয়াকে দুর্বল করে চীনকে শক্তিশালী করছেন মন্তব্য বরিস জনসনের

ইউক্রেনে যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশকে দুর্বল করছেন। তবে এতে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে চীন। শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশীপ সামিট’-এ যোগ দিয়ে এ ভবিষ্যতবাণী করেন সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তার দাবি, এই যুদ্ধে পুতিন হারবেন। তবে সেই হার তিনি স্বীকার করবেন কিনা তা নিয়ে সন্দিহান তিনি। হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়েছে, সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তিনটি ভবিষ্যদ্বাণী করেছেন বরিস জনসন।
তিনি বলেন, যুদ্ধে পুতিন হারবেন এবং রাশিয়ার সামরিক সরঞ্জাম রপ্তানি ধাক্কা খাবে। এদিকে সম্মেলনে ভারত ও বৃটেনের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন বরিস জনসন। তিনি বলেন, আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে উত্তেজনা দেখছি।
দক্ষিণ চীন সাগর, ইউক্রেন ও তাইওয়ান ইস্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো মোকাবেলায় বৃটেন ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভ্যাকসিন নিয়ে ভারত ও বৃটেনের যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরেন।
শুধু তাই নয়, সম্মেলনে বরিস আরও বলেন, তিনি প্রধানমন্ত্রী থাকা কালীন সময়ে তিনি ভারতীয় বংশোদ্ভুত এমপিদের নানা গুরুত্বপূর্ন পদে বসিয়েছেন। এসময় বর্তমান প্রধানমন্ত্রী রিশি সনুাকের কথাও মনে করিয়ে দেন সাবেক এই প্রধানমন্ত্রী।