রিমেমবারেন্স সানডে তে বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরন করেছে যুক্তরাজ্য

আজ রিমেমবারেন্স সানডে তে শ্রদ্ধার সাথে বীর সেনাদের স্মরন করেছে যুক্তরাজ্য। আজ সকাল ১১ টায় সারাদেশে দু মিনিট নিরবতা পালন করা হয়। শুধু তাই নয় বিগব্যানে ১১ বার ঘন্টা বাজিয়ে দিনটিতে যুক্তরাজ্যে জুড়ে নিরবতা পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস লন্ডনের সেনোটাফে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের স্মরন করেন। মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে তিনি প্রথমবারের মতো রাজা হিসাবে এ শ্রদ্ধা নিবেদন করেন আজ।
রাজা ছাড়াই এ দিনে প্রিন্স অফ ওয়েলস, দি আর্ল অফ ওয়েসেক্স এবং প্রিন্সেস রয়্যাল সহ অন্যান্য রাজপরিবারের সদস্যরা, প্রধানমন্ত্রী এবং অন্যান্য সিনিয়র রাজনীতিবিদদের সাথে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন।
বিশেষ এই দিনটিতে মিলিটারি ইউনিফর্ম পড়া ভেটেরানও যোগ দিয়েছিলেন। যেখানে তাদেরও সম্মান জানাতে দেখা যায় নিহত বীর য্দ্ধুাদের। শুধু তাই নয় রিমেমবারেন্স সানডে তে রয়েল ফ্যামিলি,রাজনীতিবীদ ছাড়াও দেশের সাধারন মানুষও ফুল দিয়ে স্মরন করেছেন জাতির শ্রেষ্ট সন্তানদের।