রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাবের ইফতার মাহফিল অনুস্টিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যের রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাবের উদ্যেগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুস্টিত হয়েছে। রবিবার সারের স্থানীয় একটি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্টানে ইফতার পূর্ব এক আলোচনা সভায় গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার আহমেদ,উপদেষ্টা জুয়েল মজুমদার সেক্রেটারি খুরশেদ আলম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আর বক্তব্য রাখেন ইফতার মাহফিলের সার্বিক তত্বাবধানে থাকা খলিলুর রহমান খলিল,ইমন আহমদ শিবলু রহমান,আব্দুল বাসিত, আব্দুল মালিক,মামুন রহমান,আব্দাল কামালি,আক্তার মিয়া সহ অনেকেই। এছাড়াও দোয়া মাহফিলটি পরিচালনা করেন দেওয়ান শরীফ। সভায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা হয়।
বক্তারা বলেন, মাহে রমজান সব মাসের সেরা মাস। এই মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে অতীতের গোনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাই এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বেশি বেশি ইবাদত করতে হবে।
ইফতারের পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও ইফতার মাহফিলটি সফল করতে যারা সহযোগিতা করেছেন সংগঠনের সভাপতি শাহরিয়ার আহমেদের পক্ষ থেকে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।