লন্ডনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান আইকন কলেজের বর্ষপূর্তি অনুষ্টান সমপন্ন
বর্নাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনুষ্টিত হয়ে গেলো লন্ডনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান আইকন কলেজের ক্রিস্টমাস পার্টি, বর্ষপূর্তি অনুষ্টান, ও স্টুডেন্ট এচিভমেন্ট আওয়ার্ড প্রোগ্রাম ২০২৪। গত ১০ জানুয়ারি লন্ডনের অভিজাত ইভেন্ট ভ্যানু অট্রিয়াম ব্যাংকুয়েটিং হলে এ জমকালো ইভেন্টের আয়োজন করা হয়।
আইকন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: নুরুন নবীর শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্টানের শুভ সূচনা করা হয়। এছাড়াও অনুষ্টানটির সভাপতিত্ব করেন প্রফেসর ড: নুরুন নবী। এসময় এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,কলেজের বোর্ড অব ডিরেক্টরস ডেজিগনেটেড চেয়ার ড: সিনথিয়া হোয়াইট। বিশেষ অতিথি ছিলেন কুইনমেরি বিশ্ববিদ্যালয়ের রিডার ইন রোবোটিক এবং রিনিউয়েবুল এনার্জি ড: হাসান শহিদ। আরও উপস্থিত দর্শক নন্দিত টেলিভিশণ চ্যানেল এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন,ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের সাবেক চেয়ার শাহগির বখত ফারুক ।
আগত অতিথিরা বলেন, আইকন কলেজ যুক্তরাজ্যের শিক্ষা খাতে অনন্য ভূমিকা রাখছে। সুন্দর ও সু-ৃঙখল ভাবে কলেজটি পরিচালনার ক্ষেত্রে প্রফেসর ড: নুরুন নবী যে ভূমিকা রেখেছেন তা অভাবনীয়। অতিথিরা প্রতিষ্টানটির শিক্ষক,শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সকলকে প্রশংসায় ভাসান।
এদিকে আইকন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: নুরুন নবী আগত অতিথিদের এ আয়োজনে উপস্থিত হবার জন্য বিশেষ ধন্যবাদ জানান। তিনি জানান, আইকন কলেজ আগামী দিনেও তাদের সুনাম অক্ষুন্ন রাখবে।
এসময় অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, কলেজের ম্যানেজিং ডিরেক্টর আজিজ রহমান এবং উপাধক্ষ্য প্রফেসর ড: রেজা জুয়াদাত। পরে অনুষ্টানে সেরা কৃতিত্বের অধিকারী ১০জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা সনদ ও পুরস্কার হিসেবে আধুনিক ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হয়।
এমন সম্মননা পেয়ে আনন্দে উচছাসিত ছিলেন শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে নৈশভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান। মনোমুগ্ধকর ডিজে অনুষ্টানে নাচে গানে মেতে থাকেন শিক্ষার্থীরা। আর এভাবেই সমাপ্তি হয় আইকন কলেজের এবছরের বর্ষপূর্তি অনুষ্টান।