বিশ্ব মানবতার কল্যানে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান

করোনা মহামারির প্রেক্ষাপটে বিশ্ব মানবতার কল্যানে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ফ্রান্সের প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ব সম্প্র্রদায়েরর সামনে এ সময় চার দফা প্রস্তাব পেশ করেন শেখ হাসিনা।