জার্মানিতে করোনা সংক্রমনের ৭০ শতাংশই ওমিক্রন
করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে জার্মানি জুড়ে। বৃহস্পতিবার ৯২২২৩ জন এবং শুক্রবার ৭৮০২২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে দেশটিতে। যাদের ৭৩ শতাংশই ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে জার্মানির সংক্রামক রোগ বিষয়ক কেন্দ্র রবার্ট কখ ইন্সিটিউট। এমতাবস্থায় করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশব্যাপী বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
বর্তমানে সকল প্রকার রেস্টুরেন্ট এবং বারে প্রবেশ করতে ২ জি প্লাস নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ করোনার পূর্ণ ডোজ টিকা দেয়া অথবা তিন মাসের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছে এমন হলেও কভিড টেস্ট করে নেগিটিভ রিপোর্ট থাকলেই কেবল রেস্টুরেন্ট এবং বারে প্রবেশাধিকার মিলবে। তবে টিকার তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ দেয়া থাকলে টেস্ট করতে হবেনা। টিকা দেওয়া ১০ জনের বেশি এবং টিকা গ্রহন ছাড়া একপরিবারের সাথে অন্য পরিবারের সর্বোচ্চ ২ জনের বেশি একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও সারা দেশে নাইট ক্লাব, ডিসকো বার বন্ধ রয়েছে অনিদ্দিস্ত কালের জন্য।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রবাসি বাংলাদেশিদের মাঝেও বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বেশ কয়েকটি পরিবার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
জার্মানিতে এখন পর্যন্ত ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ করোনার টিকার পূর্ণ ডোজ গ্রহন করেছেন আর বুস্টার অর্থাৎ তৃতীয় ডোজ গ্রহন করেছেন এখন পর্যন্ত ৪৫ দশমিক ৯ শতাংশ মানুষ। এখনো যারা টিকা গ্রহন করেনি তাদেরকে করোনার টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। এদিকে জার্মানিতে এখন পর্যন্ত প্রায় ৭৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আর মৃত্যু বরন করেছেন প্রায় ১লাখ ১৬ হাজার ২০০ জন।