মিউনিখে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির মতবিনিময়
জার্মানি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি'র মিউনিখে আগমন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী খান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ আবু সেলিম ও সিনিয়র উপদেষ্টা মাহবুবুল হক। সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানউল্লাহ ইসলাম।
মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুর কন্যার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের মডেল হয়ে ওঠেছে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ৫৮ তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন যোগ দিতে জার্মানি সফর করছেন। মিউনিখের ঐতিহাসিক হোটেল বায়েরিশার হফে ১৮ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ সহ ৩০ টিরও বেশি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা অংশগ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, জাতিসংঘ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও এতে অংশ নিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে শতাধিক মন্ত্রী অংশগ্রহণ করেছেন এবারের সম্মেলনে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। জলবায়ু সংকট মোকাবেলা বিষয়ক একটি প্যানেল আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তুলে ধরেন।