ইতালিতে ফেনীবাসির ঈদ পূর্ণমিলনি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ইতালিতে বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলামের উদ্যোগে এবং ফেনীবাসির আয়োজনে এক ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে রোমের বাঙ্গালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত ফেনী জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলো।
পবিত্র ঈদুল ফিতরের পর নিজেদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ইতালিতে বসবাসরত ফেনীবাসির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা যেন রূপ নিয়েছিলো এক মিলনমেলার। স্থানীয় ফেনী প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনীর প্রবীণ ব্যাক্তিত্ব ও কমিউনিটি নেতা মাইনুদ্দিন লিটন হাজারী। আবু জাফরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ফেনী জেলা সমিতির সাবেক সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক আকরাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন শিমুল, ব্যবসায়ী ইয়াসিন, মিজানুর রহমান, জহিরুদ্দিন বাবর সহ আরও অনেকে।
এসময় বক্তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও ফেনী জেলাবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রবাসের মাটিতে দেশের সংস্কৃতি তুলে ধরতে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। পাশাপাশি ইতালিতে বসবাসরত ফেনী জেলার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের উদ্যোক্তা ব্যাবসায়ী নজরুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ। পরিশেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।