ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রনি আহমেদ

রনি আহমেদ সাতক্ষীরার (কালিগঞ্জ-শ্যাম নগর) কৃতি সন্তান। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রনি আহমেদ ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি (১৯৯৬- ২০০০) কালীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রবাসে এসেও দীর্ঘদিন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০০সাল থেকেই তিনি ইতালি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। নিজ মেধা, শ্রম ও যোগ্যতায় তিনি ২০২১সালে অনুষ্ঠিত ইতালি আওয়ামী লীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ-শ্যাম নগর) আসনে এমপি নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতক পাশ এবং আগাগোড়া একজন শিক্ষানুরাগী মানুষ। ইতালির রোমে আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল দ্যা ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত আছেন।