ইতালির পাদোভায় বিদেশিদের আয়োজনে ফেস্তা দেল মন্দ অনুষ্ঠানে এবিপির অংশগ্রহণ

নাজমুল হোসেন : ইতালির পাদোভায় দোনাতেল্লা স্কুলের আয়োজনে সেন্ত্র সোশ্যাল এর সহযোগিতায় ফেস্তা দেল মন্দ অনুষ্ঠানে এবিপির পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। বিদেশিদের অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন পাদোভা একটি স্টল নিয়ে নানান রকমের বাহারি পিঠা সহবাংলাদেশী খাবার বিদেশিদের নিকট তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার সভাপতি শফিকুল ইসলাম স্বপন ,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ সভাপতি হারুন মিয়া ,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ,ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন ,মহিলা সম্পাদিকা জোবেদা নাহার হেপি ,শিক্ষা সম্পাদক আবুল বাসার রনি ,প্রচার সম্পাদক শান্ত মিয়া ,সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ,অর্থ সম্পাদক আমজাদ মোল্লা ,রফিকুল ইসলাম ,সিনিয়র সদস্য নূরে আলম ও সজীব চৌধুরী প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমুনে দি পাদোভার সোশাল সেক্টরের প্রদান মনিকা ,পাদোভা স্কুলের রবের্তো তুনুন ,ক্লাউদিয়া সহ অনেকেই।
আয়োজকরা প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান এবং আগামীতেও বাংলাদেশ এসোসিয়েশনের সকল কার্যক্রমে তারা পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।