১৬ই ফেব্রুয়ারি বাংলাদেশ সমিতি ভেরোনা ইতালির নির্বাচন

১৬ই ফেব্রুয়ারি ২০২০ "বাংলাদেশ সমিতি ভেরোনা" ইতালির নির্বাচনকে ঘিরে ভেরোনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে । রিপন ,ফারুক পরিষদ এর প্রার্থীগণ তাদেরকে জয়যুক্ত করে আগামীতে বাংলাদেশ কমিউনিটি ভেরোনার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে ভেরোনাবাসীর প্রতি ভোট প্রদানের আহবান জানান ,ইতালির ভেরোনা প্রবাসী বাংলাদেশিদের কল্লানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে গড়ে তুলেছিল ২০০৬ সালে বাংলাদেশ সমিতি ভেরোনা ,হাটি হাটি পা পা করে সফলতার সাথে সংগঠনটি এক যুগের ও বেশি সময় পার করেছে। প্রতি দুই বছর পর পর সাংগঠনিক ধারাবাহিকতায় নুতন নেতৃত্ব সৃষ্টির মধ্য দিয়ে সংগঠন এর কার্যাবলী পরিচালিত হয়ে থাকে। এই প্রথমবার এর মতো ভেরোনা প্রবাসী বাংলাদেশিরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন এর মাধ্যমে নুতন কমিটি গঠন এর লক্ষ্যে তাদের মতামত দিয়েছেন,এরই ভিত্তিতে আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২০ বাংলাদেশ সমিতি ভেরোনা" ইতালির নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার সকাল ১০ টায় ভেরোনার স্থানীয় একটি হলরুমে পবিত্র কোরান তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর পরিবেশে রিপন, ফারুক পরিষদের প্যানেল পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতেই ভেরোনা বাংলাদেশ সমিতির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ শামীম এর জন্য ও একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপরই ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে ভেরোনা প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে রিপন ফারুক পরিষদ। দিনব্যাপী আয়োজনে ছিল নব দম্পতিদের জন্য মজাদার আয়োজন ,বিভিন্ন উপহার সামগ্রী ও প্রীতিভোজের ব্যবস্থা। অনুষ্ঠানে ভোটারদের ভোট কামনা করে,এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে (সভাপতি পদে হাসান তৌহিদুল রিপন ,সাধারণ সম্পাদক পদে ফারুক সিকদার ,সাংগঠনিক সম্পাদক পদে বদিউল আলম বদি ,অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ,দপ্তর সম্পাদক পদে মোখলেছুর রহমান টিটু ) প্রার্থীগণ তাদেরকে জয়যুক্ত করে আগামীতে বাংলাদেশ কমিউনিটি ভেরোনার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে ভেরোনাবাসীর প্রতি ভোট প্রদানের আহবান জানান,নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পায় বাংলাদেশী শিশুদের জন্য আরবি শিক্ষার সু-ব্যবস্থা করা ,এবং ইতালিতে নুতন প্রবেশকারী বাঙালি ভাই ও বোনদের ইতালিয়ান ভাষা শিক্ষার জন্য বাংলাদেশী শিক্ষক এর ব্যবস্থা করা। সবশেষে ছিল এক মনোমুঘ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। রাত অবধি ভেরোনা প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানটি দারুন উপভোগ করে।