স্পেনে করোনা ভাইরাসে সিভিল গার্ডের এক কর্মীর মৃত্যু, ১৬ বাংলাদেশী আক্রান্ত

করোনা ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন দেশে জারি করা হচ্ছে জরুরী অবস্থা। বন্ধ করা হচ্ছে সীমানা, বাতিল করা হচ্ছে বিমান ফ্লাইট সহ বিভিন্ন ইভেন্ট। এত কিছুর পরও কমানো যাচ্ছেনা আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা। এ ভাইরাস এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ১৬০ টিরও বেশি দেশে। কোভিড ১৯ রোধে স্পেনে ২য় পর্যায়ের জরুরী অবস্থা চলছে । বন্ধ করে দেয়া হয়েছে দেশটির সকল সীমানা, ঘরে অবরুদ্ধ অবস্থায় কঠিন সময় পার কিরছেন স্পেনিশ জাতি, তার পরেও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের সংখ্যা।

করোনা ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,৩৯১০ জন,মৃত্যু হয়েছে ৬২৪ এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১,০৮১ জন এর মধ্যে মাদ্রিদে আক্রান্ত রয়েছেন ৫,৬৩৭ এবং মৃত্যু হয়েছে ৩৯০ জনের,কাতালুনিয়ায় ১,৮৬৬ জন আক্রান্ত এবং ৪১ জনের মৃত্যু হয়েছে,পাইস ভাস্কোতে ৯৭৩ জন আক্রান্ত এবং ৪০ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন বাংলাদেশী আক্রান্তের বিষয় টি বাংলাদেশ দূতাবাসের বিশেষ সুত্রে জানাগেছে। এছারাও গত কাল সিভিল গার্ডের একজন কর্মী এ ভাইরাসের সংক্রমণে মৃত্যু বরন করার খবর নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়