স্পেনে আজ থেকে শিল্প কারখানা ও নির্মান কোম্পানিগুলো চালু
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/14/93691522_899502317179484_8502857020586590208_n.jpg?itok=ixKZpnsw×tamp=1586883185)
করোনা মহামারির প্রবল ঝড়ে ধুমড়ে মুছড়ে পড়া স্পেনের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে শিল্প কারখানা ও নির্মান কোম্পানিগুলো খোলা রাখার অনুমতি দিয়েছে সান্সেজ সরকার, দেশের এ ক্রান্তিলগ্নে স্বাস্থ্য সচেতনতা অবলম্ভন এবং সরকার প্রদত্ত নিয়মাবলী মেনে নিজ নিজ কর্মস্থলে যাতায়াতের নির্দেশনা দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী সালভাদর ইজা, চলমান লকডাউন আগামী ২৫ তারিখ পর্যন্ত থাকলেও কিছুটা পরিবর্তন এনে তা ১০ মে পর্যন্ত বর্ধিত করার সম্ভাবনার কথা ও জানিয়েছে সরকার। গত সপ্তাহ থেকে দেশটিতে করোনায় মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কমে আসায় পরিস্থিতির উন্নতি এবং নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে বলে জানিয়েছে সরকার এবং সোমবার থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ শিল্প ও উৎপাদন খাত পুনরায় খুলে দেয়া হয়েছে।
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/14/93372923_824034038088539_7969848233373466624_n.jpg?itok=_yJxmRPO×tamp=1586883214)
দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হোম কোয়ারেন্টাইনে থাকা কয়েক লক্ষ মানুষ কাজে ফিরতে শুরু করলে নিস্তব্ধ শহর গুলো কিছুটা প্রানচাঞ্চল্য ফিরে পেলেও নির্দিষ্ট এ খাত গুলোর কর্মী ছাড়া দেশটির অধিকাংশ মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে রাষ্ট্রীয় জরুরী অবস্থা চলাকালীন সময়ে। স্বাস্থ্য সেবা বিভাগ, স্যানিটেশন ও নিরাপত্তা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ সার্বক্ষণিক খোলা থাকলে ও বার, ক্লাব, ক্যাপে, পাভ, রেষ্টুরেন্ট সহ অন্যান্য জনসমাগমপূর্ণ এলাকা সম্পুর্ন ভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । এদিগে দেশটির প্রধান প্রধান পরিবহন কেন্দ্র বা স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মাস্ক বিতরণ অব্যাহত রাখতে পুলিশ প্রশাসন কজ করে যাচ্ছে । দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্র্যান্ডে মার্লাস্কা বলেন, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে।
যদি সর্বনিম্ন সংক্রমণও ঘটে, তাহলে বাধ্যতামুলক কাজ বন্ধ রাখতে হবে। যাতায়াতের সময় প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি ব্যবহার করতে উৎসাহিত করেছেন তিনি। দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সান্সেজ গত সপ্তাহে বলেছিলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই অর্থনীতি বাঁচানোর মতো কিছু খাতকে পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অন্যান্য বিধি-নিষেধ প্রত্যাহারের বিষয়গুলো করোনার বিরুদ্ধে আমাদের অর্জনের ওপর নির্ভর করবে। তিনি বলেন, এখনও আমরা স্বাভাবিক জীবন শুরু করার চিন্তা থেকে অনেক দূরে, তবে আমরা বিজয়ের পথে হাটছি।
এদিকে কয়েকটি খাত খুলে দেয়া এবং মানুষকে কর্মস্থলে ফেরার অনুমতি দেয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কায় আঞ্চলিক এবং বিভিন্ন প্রদেশের অনেক নেতা দেশটির কেন্দ্রীয় সরকারের তীব্র সমালােচনা করেছেন। পর্যটন শিল্পে উন্নত ইউরোপের অন্যতম এ দেশ টি ২০০৮ থেকে ১২ সালের মতো আবারও মন্দাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অনেক প্রবাসী বাংলাদেশী। সাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া তত্তমতে গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,০৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৬৭ জনের, আসার কথা হচ্ছে আক্রান্তের প্রায় ৩৯.১ শতাংশ লোক সুস্থ হয়েছেন, যার মোট সংখ্যা হচ্ছে ৬৭,৫০৪ জন।
দেশটিতে ১,৭২,৫৪১ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ১৮,০৫৬ জনের, মাদ্রিদে করোনায় ৪৮,০৫০ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৬,৫৬৮ জনের , কাতালুনিয়ায় ৩৫,১৯৭ জন আক্রান্তের মধ্যে ৩,৬৬৬ এবং কাস্থিয়া লা মাঞ্চায় ১৪,৩২৯ জনের মধ্যে ১,১১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হওয়ার এ গতি অব্যাহত থাকলে স্পেন আগামী কিছুদিনের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি আসবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞ রা