স্পেনিশদের মাঝে কোরআন শরিফ বিতরণ করবে আল কোরআন একাডেমী স্পেন

আল কোরআন একাডেমী স্পেনের উদ্যোগে স্পেনিস অনুবাদ সংকলিত পবিত্র কোরআন শরিফ বিতরণ প্রকল্প বাস্থবায়নের লক্ষে এক আলোচনা সভা মাদ্রিদের বায়তুল মোকাররাম মসজিদে অনুষ্টিত হয়েছে, স্পেন ব্যুরো প্রাধান সেলিম আলম জানান গত ১৪ জুলাই অনুষ্টিত আলোচনা সভায় পবিত্র কোরআন শরিফের তাৎপর্য এবং ভিন্ন ধর্মাবলম্বী ও ভাষাভাষীদের মধ্যে তা বিলিয়ে দেয়ার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন আল-কোরআন একাডেমীর আহবায়ক জামাল উদ্দিন মনির, মুর্শেদ আলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার , সাধারণ সম্পাদক আব্দুল খালেক , ইমাম হাসান বিন আব্দুল্লাহ ,আল হুদা মসজিদের খতিব নুরুল আলম,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , গ্রেটার ঢাকা স্পেনের সভাপতি সুহেল ভুইয়া,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের সাবেক সভাপতি লুতফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম মজুমদার, সান কৃষ্টবাল মিসজিদের সাধারণ সম্পাদক রাজু আহমেদ , ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, জমিউনিটি ব্যক্তিত্ব জগলু হুসাইন, আবুল হাসেম মেম্বার, আইয়ুব আলী সুহাগ, এস আই আমিন, দেশ কন্ঠের সম্পাদক এ কে জহিরুল ইসলাম, অল ইউরোপীয় বাংলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বকুল খান, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি ও এন টিভি ইউরোপের স্পেন ব্যুরো প্রাধান সেলিম আলম,সাংবাদিক দবির তালুকদার, মুজিবুর রহমান প্রমুখ , বক্তারা বলেন দুনিয়া ও আখিরাতের সাফল্যের এক সুবর্ণ সুযোগ এই রকম মহতী কাজে অংশ নেয়া, ধর্মপ্রাণ মুসলমান নর ও নারিদের স্পেনিশ ভাষায় কুরআন প্রকাশনায় শরিক হওয়ার আহ্বান জানান তারা ।