মাদ্রিদ কমিউনিটির সম্মানে বিশিষ্ট ব্যবসায়ী ইয়াং রাজুর ইফতার
মাদ্রিদ কমিউনিটির সম্মানে বিশিষ্ট ব্যবসায়ী ইয়াং রাজ্ খান কমল রাজুর সৌজন্যে বৃহৎ ইফতার ও দুআ মাহফিল আয়োজন করা হয় । গতকাল এগারো রমজান বায়তুল মুকাররম জামে মসজিদ সহ আরো চারটি মসজিদে বাহারি রকমের সুস্বাধু ইফতার পরিবেশ করা হয় । উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ ।
প্রায় দেড় সহস্রাধিক ভিন্ন ভিন্ন দেশের মুসল্লিগণ এতে অংশ নেন|সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক ইয়াং রাজ খাঁন কমল রাজু |আলোচনায় অংশ নেন,মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ,বিক্রমপুর মুন্সিগজ সমিতির উপদেষ্টা উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু , রাসেল দেওয়ান,সুমন নূর,রানা আবেদীন,শেখ আলামিন,তাহের শেখ ওহিদুজ্জামান ওহিদ ,যুবরাজ খান কাজল,জহিরুল ইসলাম প্রমুখ ।
কমিউনিটি ব্যক্তিত্ব জামাল উদ্দিন মনির ,কামরুজ্জামান সুন্দর ,জাকির হুসেন ,এস এম মাসুদ,ফজলে এলাহী । বক্তারা ইসলামের সৌন্দর্য ও সম্প্রীতি তুলে ধরতে প্বিত্র রমজান মাসে এরকম আয়োজন তাৎপর্যপূর্ণ । মাহফিলে মোনাজাত করেন শেখ আলী ।
বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী ইয়াং রাজ খান কমল রাজু বলেন,সিয়াম সাধনার মাস রমজানে ইফতার মাহফিল মানুষের সম্প্রীতি ,আত্মার বন্ধন এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে । তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্তরিকভাবে তাঁর আমন্ত্রণ গ্রহণ করার জন্য ।