ইতালির ভেনিসে ইউরোপীয় পার্লামেন্টের এমপি প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন : একজন মুসলিম নাগরিক হয়ে ইউরোপীয় ইউনিয়নে নেতৃত্ব প্রদানের জন্য ইতালির লিবেরতা দলের জোট প্রার্থী হিসেবে এমপি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। আগামী ৮ ও ৯ জুন অনুষ্ঠিত আসন্ন ইউরোপীয় নির্বাচনে লিবেরতা দল থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মারিয়া'র নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা ভেনিস কমিউনিটির সাথে বুধবার স্থানীয় অভিজাত একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দরা একজন মুসলিম দেশের নাগরিকের সমর্থনে ভোট প্রদানে সহযোগিতা সমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করবেন বলে আশ্বাস দেওয়া হয়।
ভেনিস আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ভেনিস কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান ও কাজী রোনাক এর যৌথ পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন লিবেরতা জোটের অন্যতম নেতা পলাশ হাওলাদার। অনুষ্ঠানে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন দলের প্রধান কাতেনিও দি লুকা। নির্বাচনে সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মারিয়া।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস কমিউনিটির আব্দুল মান্নান, তাজুল ইসলাম,মোস্তাক আহমেদ ,সুলেমান হোসেন ,শাহাদাত হোসেন ,মশিউর রহমান ,আবুল কাশেম ,ওমর ফারুক নিনি ,আমজাদ হোসেন ,মুরাদ হোসেন ,মোস্তফা সৈয়াল কালু ,মোক্তার মোল্লা ,আব্দুর রশিদ ভূঁইয়া ,ফয়সাল আহমেদ ,দোলন জাভেদ প্রমুখ।
পরিশেষে উপস্থিত সকলেই এই নির্বাচনে বাংলাদেশিদের পক্ষ থেকে সহযোগিতা ও ভোট প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।