বাংলা সেন্টার গ্লাসগোর সোশ্যাল এক্সট্রাকশন
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বিগত ২জুন রবিবার গ্লাসগো বাংলা সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল "সোশ্যাল এক্সকারশন ২০২৪।"
এতে শিশু, কিশোর, নারী পুরুষ, সিনিয়র সিটিজেনসহ প্রায় দুই শতাধিক বাংলাদেশী অংশগ্রহণ করেন।
স্কটল্যান্ডের ডান্ডি নগরীতে অবস্থিত মনিকি কান্ট্রি পার্কে আয়োজিত এই সামাজিক
অনুষ্ঠানটি ছিল সকল বয়সের উপযোগী বিভিন্ন ধরনের উপভোগ্য খেলাধুলা, মধ্যাহ্নভোজন সহ পারিবারিক মিলন মেলার এক টুকরো বাংলাদেশ ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলা সেন্টারের ট্রাস্টি কমিটির সদস্যরা পার্কে বৃক্ষ রোপণের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং সমস্যাটিকে গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণের মতো সামাজিক উন্নয়নমূলক টেকশই প্রকল্প উদ্বোধন করেন।
বালা সেন্টারের বর্তমান সভাপতি আশরাফ উল্লা চৌধুরী
বাংলা সেন্টারের তত্ত্বাবধানে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ৫০০০০ বৃক্ষ রোপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এক্সকারশনে অংশগ্রহণকারী ব্যক্তিদের এন্ট্রি ফি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বাংলাদেশের বৃক্ষ রোপণের কাজে ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
এক্সকারশনে পরিবেশবান্ধব এই নতুন প্রকল্পটির মধ্য দিয়ে বাংলা সেন্টার আগামী দিনে সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ট্রাস্টি সভাপতি ডক্টর জসীম আহমেদের অভিমত।
সামাজিক উন্নয়নের এই যাত্রাপথে অংশগ্রহণের জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন বাংলা সেন্টারের ট্রাস্টি এবং এক্সকারশনের কনভেনার মাহফুজ রহমান।
গতানুগতিক বনভোজন অনুষ্ঠানে শিক্ষনীয় এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সমন্বয় ঘটানোর মধ্য দিয়ে বাংলা সেন্টার গ্লাসগো একটি নতুন ধারার পথ প্রদর্শন করে সকলের ভূয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে যা যুক্তরাজ্যের অপরাপর চারিটি সংগঠন গুলোর জন্য দৃষ্টান্ত স্বরূপ।