নাসিরনগরে বন্ধু মহলের ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আকতার হোসেন ভুইয়া : “মাদকমুক্ত নাসিরনগর বিনির্মাণ” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার(১৬ নভেম্বর) দুপুরে “মাদকমুক্ত নাসিরনগর বিনির্মাণে” নাসিরনগর সদর বন্ধু মহল আয়োজিত স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি খোকন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন খেলার উদ্বোধন করেন। ধারা ভাষ্যকার মনির হোসেনের সঞ্চালনায় এসময় সহকারী কমিশনার ভূমি মো: রবিউস সারোয়ার,বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইকবাল চৌধুরী ,ধরমন্ডল ইউপির সাবেক চেয়ারম্যান মো: আবদুল হাই,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া,মঈন চৌধুরী,কে এম মারজান,জনি চৌধুরী,সোহাগ চৌধুরী,পাবেল লস্কর,কোকিল রাজা,তাবারক হোসেন,মাইনুল ইসলাম,জুনায়েদ চৌধুরীসহ নাসিরনগর সদর বন্ধু মহলের সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসিরনগর সদর বন্ধু মহলের সভাপতি রাকিব চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ চৌধুরী লালন। উদ্বোধনী খেলায় ধরমন্ডল একাদশ নির্ধারিত ১৪ ওভার ১ বলে ১০৫ রান করে অল আউট হয়। জবাবে খেলায় কুন্ডা তিতাস একাদশ ১০ ওভার ১ বলে ৭ ইউকেটে জয় লাভ করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মামুন । আম্পায়ার ছিলেন রাকিব চৌধুরী ও মাসুম ুিময়া। স্কোরার ছিলেন মাসুম মৃধা ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন মাদক নির্মূলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা মন এবং দেহ দুইটাই সুস্থ রাখে এবং মানসিক চেতনা যোগায়।
উল্লেখ্য, ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২টি ক্রিকেট টিম অংশগ্রহন করছে। উদ্বোধনী ম্যাচে ধরমন্ডল একাদশ বনাম কুন্ডা তিতাস একাদশ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।