মৃত্যুতে সহায়তা বিলের পক্ষে ভোট দিলেন ব্রিটিশ এমপিরা
ইংল্যান্ড এবং ওয়েলসে, এসিসটেড ডায়িং অর্থাৎ মৃত্যুতে সহায়তা কে বৈধ করার প্রস্তাব সমর্থন করেছেন যুক্তরাজ্যের এমপিরা। আজ সংসদে ঐতিহাসিক এ ভোটে অংশ নিয়ে এমপিরা প্রস্তাবটিকে সমর্থন করেন। সংসদে বিলটি পাশ করার পর এ আইন পরিবর্তনের পথ প্রশস্ত হলো।
এদিকে সংসদ দ্বারা বিবেচনা করা খসড়া আইনের অধীনে, ছয় মাসের মধ্যে মারা যাওয়ার আশা করা গুরুতর অসুস্থ প্রাপ্তবয়স্করা চাইলে তাদের নিজের জীবন শেষ করার জন্য সাহায্য চাইতে পারবেন। প্রায় এক দশকের মধ্যে এ ইস্যুতে প্রথম কমন্স ভোটে, সংসদ সদস্যরা ৩৩০ ও ২৭৫ ভোটে বিলটিকে সমর্থন করেন।
অথাৎ বিলটির পক্ষে ছিলো ৩৩০ জন ও বিপক্ষে ছিলেন ২৭৫। ৫৫ ভোটে বিলটি সংখ্যাগরিষ্টতা পায়। লেবার লিডার স্যার কিয়ার স্টারমার ও সাবেক টরি নেতা রিশি সুনাক বিলটির পক্ষে ভোট দেন। অন্যদিকে বর্তমান টরি নেতা কেমি বাডোনেচ বিলটির বিপক্ষে ভোট দেন।
অন্যদিকে বিলটি এখন আরও কয়েক মাস বিতর্ক এবং এমপি এবং সহকর্মীদের দ্বারা যাচাই-বাছাইয়ের মুখোমুখি হবে, যারা এটি সংশোধন করতে চাইতে পারে। এছাড়াও আইনে পরিণত হওয়ার আগে সংসদের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হবে।