ফ্রান্স ক্রিকেট বোর্ডের নির্বাচিত ৬ সদস্যকে সংবর্ধনা

আবুল কালাম মামুন : ১৭ই এপ্রিল বৃহস্পতিবার বিকেল, রাজধানী প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত গার্দোনর্দের সুপরিচিত শাহ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যারিস-১০ সিটি কাউন্সিলের কমিশনার সিলভাইন রাইফাউড, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান , শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, ফ্রাঙ্কো-বাংলা কালচারাল এ্যাসোসিয়েশনের সভাপতি সুহেল ইবনে হোসাইন ,আমাদের কথার সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান বাবু আরো অনেকে।
সংবর্ধিত বাংলাদেশী সদস্যরা হলেন, জুবাঈদ আহমেদ, ফাতেমা খাতুন, সুমন হক, লুসাই প্রভাতী, রোজেলিন গোমেজ এবং সোনিয়া জামান ।