দিরাইয়ে খেলাফত মজলিসের উপজেলা ও পৌর কমিটি গঠন

দিরাই প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন, উপজেলা খেলাফত মজলিসের সদ্য বিদায়ী সভাপতি মাওলানা শরিফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা নুরুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শায়খ মাওলানা ওয়ারিশ উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ফেদাউল হক।
শূরা অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুস সালামকে সভাপতি এবং মাওলানা শায়খুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। একই অধিবেশনে মাওলানা এ.বি.এম নোমানকে সভাপতি ও হাফিজ ইয়াহইয়া বিন হাবীবকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে দিরাইয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।