পর্তুগাল বিদ্যুৎ উৎপাদন সময়সীমার অনেক আগেই কয়লামুক্ত হয়ে গেছে
পর্তুগাল বিদ্যুৎ উৎপাদন সময়সীমার অনেক আগেই কয়লামুক্ত হয়ে গেছে। পর্তুগাল সপ্তাহের শেষে তার শেষ অবশিষ্ট কয়লা প্ল্যান্ট বন্ধ করে দেয়, বিদ্যুৎ উৎপাদনের জন্য দূষণকারী উপাদানের ব্যবহার বন্ধ করে দিয়ে এটি ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ দেশ হয়ে ওঠে। সূত্র: সি এন এন
এনভায়রনমেন্টাল গ্রুপ জিরো একটি বিবৃতিতে বলেছে যে মধ্য পর্তুগালের পেগো প্ল্যান্টটি দেশের দ্বিতীয় বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী ছিল, আরও বলে যে "গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় উৎস থেকে নিজেদেরকে মুক্ত করা পর্তুগালের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন"।
পর্তুগাল ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার লক্ষ্যমাত্রা শেষ হওয়ার নয় বছর আগে এই পদক্ষেপটি আসে। বেলজিয়াম, অস্ট্রিয়া এবং সুইডেন হল অন্য তিনটি ইউরোপীয় দেশ যারা ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ব্যবহার বন্ধ করে দিয়েছে।
যদিও এর ৬০%-৭০% বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে, পর্তুগাল এখনও সামগ্রিক শক্তির চাহিদা মেটাতে আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর প্রচুর নির্ভর করে।