করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাভাবিক অবস্থায় ফিরছে স্পেন
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/31/spain_31.05.2020.jpg?itok=3z9sJbqr×tamp=1590919292)
কোভিড নাইন্টিন মহামারী তে আক্রান্ত ও মৃত্যুর হার কমতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে উৎসবমুখর স্পেনিশ জাতীর দৈনন্দিন জীবনযাত্রা ।
বিশ্বে যে কয়টি দেশে করোনা ভাইরাস ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল তার মধ্যে স্পেন ছিল অন্যতম।
সাস্থ্য মন্ত্রণালয় এর দেয়া সর্ব শেষ তত্ব মতে প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে গত ২৪ ঘন্টায় ২৭১ জন আক্রান্ত এবং ৬৬৪ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে গত এক সপ্তাহের হিসেবে মৃতের সংখ্যা দাড়ালো ৪৩ জনে। স্পেনে প্রায় ৫১,৪৯৬ জন সাস্থ্য সেবা কর্মী সহ মোট আক্রান্ত হয়েছেন ২,৩৯,২২৮ জন, মারা যান ২৭,১৬৮ জন তার মধ্যে মাদ্রিদে ৬৮,৫৯৭ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৮,৯১৯ জনের, কাতালুনিয়ায় ৫৮,৬৯৯ জনের মধ্যে ৫,৫৮৪, কাস্থিয়া ই লিওন ১৮,৭৪৭ জনের মধ্যে ১,৯২২ এবং কাস্থিয়া লা মাঞ্চায় ১৭,১২২ জনের মধ্যে ২,৯৪৫ জনের মৃত্যু হয়েছে তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মোট আক্রান্তের প্রায় ৮৫ শতাংশ লোক।
গত দু সাপ্তাহ যাবৎ স্পেনে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। সর্ব নিম্ন মৃতের সংখ্যা ১ জনে এসেছিলো এবং এখন তা দশের কোঠায় অবস্থান করছে।
লকডাউন শিথিল করায় রাস্তা ঘাটে মানুষের ঢল নেমেছে, কিন্তু কয়েকদিন আগেও এই বৈশ্বিক মহামারির কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী এই দেশটি।
আগামী ৭ জুন থেকে তুলে নেয়া হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা, খুলবে বিমানবন্দরও, চালু হচ্ছে প্রাদেশিক ও আন্তর্জাতিক কিছু ফ্লাইট, সেই সঙ্গে আগামী জুলাই থেকে ভ্রমণ কারীদের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে পর্যটন স্পষ্ট গুলো ও, এমনটাই আবাস দিয়েছে সান্সেজ সরকার।
শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ থাকলেও খুলে দেয়া হয়েছে কলকারখানা, বাণিজ্যিক বিভিন্ন সেক্টর এবং গণপরিবহন। জুনের প্রথম সপ্তাহের শেষের দিকে লকডাউন তুলে নেয়ার প্রস্তাবনা ইতোমধ্যে দেশটির সংসদে উত্থাপন করা হয়েছে। তবে মার্কেট, পাবলিক ট্রান্সপোর্ট সহ বাহিরে চলাচলের ক্ষেত্রে মাক্স ব্যবহার সহ বিরাজমান থাকবে বেশ কিছু শৃঙ্খলা বিধি। এ সকল বিধিনিষেধ মেনে সর্বোচ্চ সথর্কতা অবলম্বন করে চলাফেরা করার অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা।