করোনায় স্পেনে এক নার্সের মৃত্যু,শুক্রবার সন্ধ্যায় উচ্চারিত হবে আযানের ধ্বনি

করোনা ভাইরাস রুধে বিভিন্ন দেশে জারি করা হচ্ছে জরুরী অবস্থা।বন্ধ করা হচ্ছে সীমানা, বাতিল করা হচ্ছে বিমান ফ্লাইট সহ বিভিন্ন ইভেন্ট, তার পরেও কমানো যাচ্ছেনা আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা, ছড়িয়ে পড়েছে ১৬৮ টির ও বেশি দেশে। স্পেনে করোনা ভাইরাসে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা, এ পর্যন্ত মোট ১৭,৩৯৫ জন আক্রান্তের পাশাপাশি একজন নার্স সহ মৃত্যু হয়েছে ৮০৩ জনের এর মোধ্যে মাদ্রিদে আক্রান্ত রয়েছেন ৬,৭৭৬ এবং মৃত্যু হয়েছে ৪৯৮ জনের,কাতালুনিয়ায় ২,৭০২ জন আক্রান্তের মধ্যে ৫৫ এবং পাইস ভাস্কোতে ১,১৯০ জনের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১,১০৭ জন।
শুক্রবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের সময় স্পেনে বসবাসরত সকল মোসলমান কে একই সময়ে নিজ নিজ জানালা বা বেলকনি তে দাড়িয়ে আজান দেওয়ার অনুমতি দিয়েছে সরকার।এ আজানের মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা এবং দেশটিতে কর্মরত সাস্থ্যসেবা কর্মীদের প্রতি সহ মর্মীতা দেখানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। স্পেনে দ্বিতীয় পর্যায়ের জরুরী অবস্থা ঘোষণার পর দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সান্সেজ জাতির উদ্যেশ্য দেয়া ভাষনে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, কর্মচারী সহ ক্ষতি গ্রস্থ সকলের জন্য আর্থিক সহায়তা এবং করোনা সঙ্কট মোকাবেলায় অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিরসনে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছেন যা স্পেনের জাতীয় বাজেটের ২০ শতাংশ এবং এটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসের বৃহত্তম অর্থনৈতিক সংস্থার একত্রীকরণ।
মাদ্রিদের রাস্থা বা মেট্রোরেল গুলো প্রায় ফাঁকা, নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ, বিশেষ প্রয়োজন ছাড়া জন সাধারন কে ঘরের বাহির না যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্পেন প্রবাসী দের সচেতন এবং সরকারি বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। ইউরোপে কর্মরত সকল সংবাদ কর্মী দের নিরাপদে থেকে, সংবাদ সংগ্রহের অনুরোধ জানিয়েছেন অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান।
নিজ নিজ ঘরে বন্দী অবস্থায় কঠিন সময় কাঠাচ্ছেন স্পেন প্রবাসী বাংলাদেশীরা,উদ্বেগ প্রকাশ করেন ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি এবং কমিউনিটি নেতৃত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব একরামুজ্জামান কিরন। স্পেনে বসবাসরত সকল বাংলাদেশী দের ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা এবং সরকার প্রদত্ব নির্দেশনা মেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার, বার বার পানীয় পান এবং সাবান দিয়ে ভালো ভাবে হাত দোয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা