ফিরেই গোল উৎসবে মেতে উঠল বার্সেলোনা

দলের পক্ষে গোল করেন লিওনেল মেসি, আর্তুরো ভিদাল, মার্টিন ব্রাথওয়েট ও জর্দি আলবা। এর আগে গত ডিসেম্বরে প্রথম লেগে মেসির হ্যাটট্রিকে মায়োর্কাকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
এদিন শুরুতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বার্সেলোনা। দুই মিনিটের মাথায় বাঁ দিক থেকে ডি-বক্সে আলবার বাড়ানো ক্রসে হেডে বল ঠিকানায় পাঠান মিডফিল্ডার ভিদাল।
একাদশ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারত। তবে ডি-বক্সের মুখে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা গ্রিজম্যান।
৩৭ মিনিটে ম্যাচ ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সা। মেসির হেড থেকে পাওয়া বল জোরালো শটে ঠিকানায় পাঠান ব্রাথওয়েট। গত জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেওয়ার পর লা লিগায় এটা তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ান আলবা। তৃতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি। অবশ্য এই গোলেও অবদান রাখেন মেসি। আর্জেন্টাইন তারকার উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্স থেকে জালে ঠেলে দেন এই স্প্যানিশ তারকা।
শেষে জাদু দেখান পুরো ম্যাচে ছন্দ ধরে রাখা মেসি। দুই সতীর্থকে দিয়ে গোল করানো মেসি যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ শটে নিজের গোল আদায় করে নেন। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সেইসঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১২ আসরে অন্তত ২০ গোলের কীর্তি গড়েন মেসি।
চলতি লিগে ২৮ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে ৬১ পয়েন্টি নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।