বিশেষ ফ্লাইটে স্পেনে ফিরেছেন বাংলাদেশ বেড়াতে গিয়ে আটকে পড়া ২৭১ প্রবাসী

বৈশ্বিক মহামারী করোনার পাদুর্বাবের পুর্বে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বেড়াতে গিয়ে লকডাউনে আঠকা পড়াদের মধ্যে ২৭১জন স্পেন প্রবাসী বাংলাদেশী এবং ৫ জন স্পেনিশ নাগরিক কে ফিরিয়ে নিয়ে বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইট গত ১৯ জুন মাদ্রিদের আদলফো সুয়ারেজ বিমান বন্দরের ৪ নাম্বার টার্মিনালে অবতরণ করেছে ।
যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম পদার্পণ, তাই এই দিন টি স্পেন প্রাবাসীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে , শুক্রবার সকাল ৮ টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে মাদ্রিদের উদ্যেশ্যে ছুটে আসে, তবে ২৭৬ জন যাত্রীর মধ্যে কাউকেই কোয়ারেন্টাইনে রাখা হয়নি, তারা যার যার মতো করে নিজ গন্তব্যের উদ্যেশে চলেযেতে দেখা গেছে। বাংলাদেশ বিমান পরিচালিত বিশেষ ফ্লাইট মাদ্রিদে অবতরণ করলে আনন্দ উল্লাসে মেতে উঠেন অভ্যার্থনা জানাতে আসা নেতৃবৃন্দ।
বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অনুরোধে বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় মাদ্রিদস্থ দুতাবাস এ ফ্লাইটের পরিকল্পনা করেছিল বলে জানান দুতাবাসের প্রথম সচিব মুতাসিমুল ইসলাম।
সংস্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার সহ সার্বিক সহযোগিতায় থাকা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা বলেন এ রোডে বিমান চালু হলে স্পেন প্রবাসীদের কষ্ট অনেকটা লাগব হবে। এ সময় আগতদের স্বাগত জানাতে কমিউনিটির পক্ষথেকে বারাখাস এয়ারপোর্টে আসেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান , অল ইউরোপ সাবেক ছাত্রদল অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুজাফর রাসেল, সহ সভাপতি জাহাংগীর আলম ইব্রাহিম, নোয়াখালী সমিতির আহবায়ক মানিক ব্যপারী , ব্রান্মনবাড়ীয়া যুব সংগঠন এর সভাপতি সুজন মুন্সি, খায়রুজ্জামান জামান, সহ কমিউনিটি নেতৃবৃন্দ। আগতদের মধ্যে বিএনপি নেতা মোজাম্মেল হক মনু, অভিনেতা ইনসাফ সুমন সহ অন্যান্য যাত্রীরা আনন্দের সাথে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিমানের সার্বিসের প্রশংসা করে ঢাকা মাদ্রিদ রোডে ফ্লাইট পরিচালনার ও অনুরুধ জানান।
দেশে অবস্থান রত প্রবাসীদের সম্মিলিত ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এ ফ্লাইট পরিচালনা করে এবং ইকোনমি ক্লাসে ৯০ হাজার বিজনেস ক্লাসে এক লক্ষ্য ত্রিশ হাজার টাকা করে যাত্রী দের কাছ থেকে গ্রহন করে।
এই ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন এ রোডে বিমানের সেবা চালু হলে নিজ দেশের পতাকা বাহী বিমানে সরাসরি কম সময়ে স্পেন প্রিবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশে যাতায়ত জরতে পারবেন তার সাথে বানিজ্যিক ভাবে বিমান বাংলাদে লাভবান হবে , বিষয়টি বাংলাদেশ দূতাবাস সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রত্যাশা করছেন স্পেন প্রবাসী বাংলাদেশীদের।