স্পেনে কনসার্ট এর আয়োজন দর্শকের আসনে ছিল ২২৯২ টি গাছ !!

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তিনমাস পর স্পেনে জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে ৷ সোমবার প্রথম দিনে বার্সেলোনার বিখ্যাত অপেরা হাউসে 'এল লিসেওতে' কনসার্ট এর আয়োজন করা হয় ৷ তবে দর্শকের আসনে ছিল ২২৯২ টি গাছ ৷
স্পেনের কনসেপচুয়াল আর্টিস্ট ,ইউখেনিও আমপুদিয়ার পরিকল্পনায় এই অভিনব পন্থা অবলম্বন করা হয় ।
করোনার কারনে স্পেনে মার্চের মাঝামাঝি জরুরি অবস্থা জারি করা হয় । গত সোমবার ছিল জরুরী অবস্থা তুলে নেওয়ার প্রথম দিন ।
কনসার্ট আয়োজন শেষে গাছগুলো স্থানীয় স্বাস্থকর্মীদের মাঝে বিতরন করা হয় ।