স্পেনে করোনায় আক্রান্ত হয়ে ৫ম বাংলাদেশীর মৃত্যু
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/25/screenshot_20200824-153230_facebook.jpg?itok=PTJQuNJ5×tamp=1598362021)
বৈশ্বিক মহামারী করোনা আবারো আঘাত হেনেছে ইউরোপের শিল্পোন্নত দেশ স্পেনে, প্রতিদিন ই বৃদ্ধি পাচ্ছে প্রবাসী বাংলাদেশী সহ নতুন করে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় প্রাননাশী এ ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১৪৮ জন এবং একজন বাংলাদেশী সহ মৃত্যু হয়েছে ২১ জনের। মাদ্রিদে ৪৯ জন এবং বার্সেলোনায় ৩৭ জন সহ স্পেনে প্রায় ১০৪ জন প্রবাসী বাংলাদেশী নতুন করে আক্রান্ত রয়েছেন, তার মধ্যে একজন নিভিড় পরিচিযায় (ICU)তে থাকা অবস্থায় আজ ২৪ আগষ্ট সকালে সেভিজার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন),
তিনি হচ্ছেন মাদ্রিদের বাইতুল মোকাররম জামে মসজিদের কোষাধক্ষ্য হারুন উর রশিদ, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অধিবাসী, এক ছেলে ও এক মেয়ের জনক হারুন উর রশিদ স্বপরিবারে দীর্ঘদিন যাবৎ মাদ্রিদে অত্যান্ত সুনামের সহিত বসবাস করে আসছিলেন।
গত ১লা আগস্ট স্পেনের অন্যতম শহর সেভিজায় ভাইয়ের কাছে ব্যবসার কাজে যান, ঐখানেই তিনি অসুস্থতা অনুভব করলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কভিড -১৯ পজেটিভ হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিলো, তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্লাজমাতেরাপী সহ ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস দেয়া হয়,আজ ২৪ আগস্ট সকাল নয়টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্পেনের বাংলাদেশ কমিউনিটির একজন প্রিয় মানুষ, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব এবং ইসলামের খাদীম হিসাবে বায়তুল মুকাররম জামে মসজিদের বিগত তিনটি পরিচালনা কমিটির কোষাধক্ষ্য হিসেবে অত্যান্ত দক্ষতা ও নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করে আসছিলেন । এছাড়াও হারুন উর রশিদ সান ক্রিস্টোবাল বাংলাদেশী মসজিদ প্রতিষ্টায় অগ্রণী ভূমিকা রাখেন। তাকে নিয়ে স্পেনে মোট ৫ জন প্রবাসী বাংলাদেশী মহামারী করোনায় প্রান হারিয়েছেন।
হারুন উর রশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বায়তুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মিয়া, প্রাক্তন সভাপতি আল মামুন, জিয়াউর রহমান খান , সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম , সাধারণ সম্পাদক বকুল খান ,অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি এবং এনটিভ ইউরোপের স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া,
গ্রেটার সিলেটের আহবায়ক ফয়জুর রহমান, সদস্য সচিব আবুজাফর রাসেল, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু , সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান , ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি শাহ আলম ,সাধারণ সম্পাদক মোঃ মাসুদূর রহমান মাসুদ, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় হারুন উর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
২৫ আগস্ট হারুন উর রশিদের মৃতদেহ সেভিয়া থেকে মাদ্রিদে আনা হবে এবং স্থানীয় গ্রিনিয়ন ইসলামিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।