স্পেনে রেসিডেন্স লাভের নতুন সুযোগ।
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/24/whatsapp_image_2021-04-23_at_22.23.50.jpeg?itok=wDqfSLEL×tamp=1619209803)
স্পেনে অনিয়মিত অভিবাসী দের নিয়মিত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি করে দিল অভিবাসী বান্দব সরকার। গত ২৫ মার্চ সুপ্রিম কোর্টের দেয়া এক রায়ের মাধ্যমে সহজ শর্তে দেশটিতে বসবাসরত প্রবাসী দের নিয়মিত করনের দ্বার উন্মোচিত হল। [https://jf-abogados.com/2021/04/16/sentencia-del-tribunal-supremo-1184-2...
এটি ব্যতিক্রমী পরিস্থিতিতে অস্থায়ী আবাসের অনুমোদন যা বিদেশী নাগরিকদের মঞ্জুর করা যেতে পারে যারা স্পেনে আছেন এবং নূন্যতম ছয় মাস ধরে কাজ করেছেন।
সুপ্রিমকোর্ট এর দেয়া এ রায় টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভের মাধ্যমে ইতিমধ্যে ই আইনে রুপান্তরিত হয়েছে।
নতুন এই ঘোষণার মধ্যে দিয়ে প্রায় দশ হাজার বাংলাদেশী সহ দুই লক্ষ ইমিগ্র্যান্ট প্রত্যাশী অভিবাসীর প্রত্যাশা পুরনের পাশাপাশি বিভিন্ন জটিলতা সহ কমেযাবে কাজের কন্টাক নিয়ে ভোগান্তির ও ।
এতে করে রাজনৈতিক আশ্রয় প্রার্থী, স্টুডেন্ট,ওয়ার্ক পারমিট বা তার্খেতা কমুনুতারিও সহ বিভিন্নভাবে যারা স্পেনে কাজ করেছেন, তারাই দেশটিতে বাসবাসের জন্য সহজ শর্তে আবেদন করতে পারবেন।
কারা এ আইনে আবেদন করতে পারবেন?
১) সর্বনিম্ন দু'বছর থেকে স্পেনে বসবাস করছেন এমন ব্যক্তি যিনি ইউরোপীয় ইউনিয়নের কোনও রাজ্যের নাগরিক নন।
২)স্পেনে এবং তার জন্মভূমিতে অথবা যেখানে আগে বসবাস করেছেন সেখানে কোনও অপরাধী রেকর্ড নেই।
৩)যাকে স্পেনে প্রবেশ নিষেধ করা হয় নি।
৫)যারা নুন্নতম ছয় মাস কাজ করেছেন এমন প্রমাণ রয়েছে তবে অনিয়মিত বা গোপনীয় পরিস্থিতিতে যে কাজ করেছেন তা গ্রহন যোগ্য হবে না।
এটি হচ্ছে আরাইগো লাবরালের (arrigo leboral) সংশোধিত আইন।
তবে, সাধারণ নিয়মিতকরণের যে পদ্ধতি আরইগো সোশ্যাল (aarigo social) আগের মতোই তিন বছর স্পেনে থাকার প্রমাণ পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, কাজের কন্টাক্ট সহ আবেদন করার নিয়মাবলী বলবত রয়েছে।
উল্যেখ্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং মানবাধিকার সংস্থা দীর্ঘ দিন যাবৎ দাবি জানিয়ে আসছিল স্পেনে ইমিগ্র্যান্ট ঘোষণা দেয়ার জন্য কিন্ত ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন বাধ্যবাধকতা থাকার কারণে ইচ্ছা থাকা সত্তেও ঢালাওভাবে ইমিগ্র্যান্ট দেয়ার কোন সুযোগ পায়নি তারা, যদিও বর্তমান সোসালিস্ট পার্টি নেতৃত্বতাধীন সরকার সব সময় ইমিগ্র্যান্ট বান্ধব, এই দল টি ই ক্ষমতায় থাকা কালীন সর্বশেষ ২০০৫ সালে সহজ শর্তে সাধারণ নিয়মিতকরণের ঘোষণা দিয়েছিলো, তারাও চাইছিলো এরকম কোনো পদ্ধতিতে সহজ শর্তে নিয়মিত হওয়ার সুযোগ লাভ করুক ইমিগ্র্যান্ট প্রত্যাশীরা।
যদিও আরাইগো লেবরাল পদ্ধতি চালু ছিলো ২০১১ সাল থেকে, (https://www.boe.es/eli/es/rd/2011/04/20/557/con)
আইনি জটিলতার কারণে বেশিরভাগেই এ সুযোগ কাজে লাগাতে না পারলেও এবারের সহজীকরণের কারণে তা এখন অনেকটা ইমিগ্র্যান্ট প্রত্যাশীদের নতুন দ্বার উন্মোচিত হল।
বিভিন্ন সামাজিক ও মানবাদিকার সংগঠনের নেতৃবৃন্দ মনেকরছেন এ সোযোগ কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশী সহ আফ্রিকা ও লেটিন আমেরিকান অভিবাসী রা বেশি উপকৃত হবেন।