স্পেন একদিনে করোনায় ২১ হাজার আক্রান্ত

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে ইউরোপের প্রথম স্থানে থাকা দেশ স্পেনে , দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা । সকল রেকর্ড অতিক্রম করে গত কাল ২২ অক্টোবর ২০,৯৮৬ জন এবং আজ ২৩ অক্টোবর আক্রান্ত হয়েছে ১৯,৮৫১ জন লোক, পাশাপাশি মৃত্যু হয়েছে যথাক্রমে ১৫৫ এবং ২৩১ জনের। দেশটিতে ৭ জন বাংলাদেশী সহ মোট মৃত্যু ঘটেছে ৩৪,৭৫২ জনের।
মদ্রিদে ২,৯২,৭৫৪ জন, কাতালুনিয়ায় ১,৯২,০৩৫ এবং আন্দালুছিয়ায় ১,০৬,২৯৮ জন সহ স্পেনে মোট আক্রান্ত হয়েছেন ১০,৪৬,১৩২ জন লোক, তার মোধ্যে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশী রয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা মাদ্রিদে ১০২১১, কাতালুনিয়ায় ৫৯৬০, কাস্তিজা ই লিওন ৩৪৪৬, কাস্তিজা লা মাঞ্চায় ৩৩৩৮ এবং আন্দুলুসিয়ায় ২২৭০ জনে দাঁড়িয়েছে।
স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সান্সেজ গত কাল মনক্লোয়ায় দেয়া তার ভাষনে বলেন সামনে কঠিন মাস আসছে, সকলে ধৈর্য্য সহকারে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকার জনগনের পাশে থেকে সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের পাশাপাশি নাভাররা, লারিওখা সহ বিভিন্ন প্রদেশের ৫২ টি মিউনিসিপালে সোমবার থেকে লকডাউন ঘোষনা করছে ।
পাইস ভাস্কো এবং কাতালুনিয়া জরুরী অবস্থা বৃদ্ধিকরার জন্য কেন্দ্রিয় সরকার কে অনুরুদ জানিয়াছে। এ ছাড়াও সারা দেশে মাস্কপরে বাহিরে আসা,সামজিক দুরত্ব বজায় রাখা, রাত ১০ ঘটিকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান বন্ধ করা এবং ৬ জনের বেশি একত্রিত না হওয়ার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সালভাদর ইজা ।
গত কাল দেয়া ভাষনে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অতিব প্রয়োজন ছাড়া বাহিরে না আসারও পরামর্শ দিয়েছেন । তিনি বলেন সামনের দিন গুলো আরো কিঠিন হবে আর এটাই হবে আমাদের বাস্থবতা । আগামীকাল ২৪ অক্টোবর বিকাল ১৬:৪৭ থেকে কমুনিদাদ মাদ্রিদের জরুরী অবস্থা তুলে নেয়া হলেও থাকছে বিভিন্ন বিধিনিষেধ। বিধিনিষেধ অমান্যকারীদের জন্য একশত থেকে ছয় লক্ষ ইউরো জরিমানার বিধান ও রেখেছে সরকার।