“সিলেট দক্ষিণ সিটি" বাস্থবায়ন কমিটির সভা অনুষ্টিত
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/03/img-20201001-wa0024.jpg?itok=-8LFZNt3×tamp=1601747135)
সিলেটের দক্ষিণ সুরমাকে “সিলেট দক্ষিণ সিটি" কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলাবাসীর সমন্বয়ে গঠিত "সিলেট দক্ষিন সিটি বাস্থবায়ন" কমিঠির আয়োজনে গত ৩০ সেপ্টেম্বর জুম আপ্স এর মাধ্যমে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।
সংগঠনের আহবায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবী, কমিউনিটি ব্যক্তিত্ব স্পেন ও ইউকে প্রবাসী আব্দুল কাইয়ূম পংকির সভাপতিত্বে এবং সদস্য সচিব জার্মানী প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব,জার্মান বাংলাদেশ এসোসিয়েশন এর প্রতিষ্টাতা সমাজ কর্মী নজরুল ইসলাম খালেদের পরিচালনায় সংগঠনের বভিষ্যৎ কর্মসূচী বাস্থবায়ন সহ গুরুত্বপুর্ন আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের যোগ্ন আহবায়ক ফয়েজ উদ্দিন এম বি ই (যুক্তরাজ্য), শ্যামল কান্তি চন্দ্র (যুক্তরাষ্ট্র),ময়নুল হক চৌধুরী হেলাল (যুক্তরাষ্ট্র),মকসুদ রহমান (যুক্তরাজ্য), সাংবাদিক সেলিম আলম (স্পেইন), ফকির ইলিয়াস (যুক্তরাষ্ট্র), নুরুল রায়হান (কানাডা) , সামছুল ইসলাম টিটু (ইতালি),বখতিয়ার হুসেন শামিম (ফ্রান্স) সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ও পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন,আপ্তাব উদ্দিন,আবুল হাসান, মোহাম্মেদ মুজিব হুসেন,জুনেদ আলী, আজমল আলী প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ সিলেটের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই অঞ্চল কে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করে সরকারের কাছে অনতিবিলম্বে স্বতন্ত্র ‘ সিলেট দক্ষিণ ’ সিটি কর্পোরেশন বাস্তবায়নের অনুরুধ জানান, একই সাথে তাদের কার্যক্রম প্রবাসে পরিচালনা এবং দেশের সচেতন নাগরিকবৃন্দ দিক্ষিণ সুরমার বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে আরেক টি আহবায়ক কমিঠি গঠনের মাধ্যমে তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান।
দক্ষিণ সুরমার ভৌগলিক অবস্থান, জনসংখ্যা ও বাংলাদেশের অর্থনীতিতে দক্ষিণ সুরমার গুরুত্ব সহ সার্বিক বিষয় চিন্তা করে প্রবাসী বান্দব সরকার গঠনে দ্রুত ব্যবস্থা নেবেন বলে তারা আশাবাদী । তারা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় এমপি মহোদয় মাহমুদ উস সামাদ কয়েছ এর সহযোগীতা এবং উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্শন করেন। এ দাবী বাস্তবায়িত হলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ সুরমাবাসীর প্রত্যাশা পূরণ হবে। তারা মনে করেন ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রাধান মন্ত্রী শেখ হাসিনা যৌক্তিক এ দাবী পুরনে যথাযথ কর্তিপক্ষ কে নির্দেশনা দিয়ে সিলেটের উন্নয়নকে আরো এক দাপ এগিয়ে নেবেন। বক্তারা বলেন সিলেট শহরের স্থায়ী বাসিন্দা দক্ষিণ সুরমার জনগন সব সময় সকল দাবী আদায়ে অগ্রণী ভুমিকা পালন করেছে, শহরের প্রবেশ দ্বারকে আলাদা সিটি কর্পোরেশন ঘোষনা এখন সময়ের দাবী।