জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূইয়ার ইন্তেকাল

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূইয়া (নসু মিয়া) ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ.... রাজিউজন)
গত ১৭ ই মে শুক্রবার দিবাগত রাত নয় টায় জামালগঞ্জস্থ তাঁর নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূইয়া (নসু মিয়া মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৮০ বছর।
তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পর দিন শনিবার সকাল ৯ টায় দক্ষিণ কামলাবাজ গ্রামের মসজিদ প্রাঙ্গনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর এর নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে রাষ্ট্রী মর্যাদা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। মরহুমের জানাযা শেষে গ্রামের পঞ্চায়াতী কবরে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শ্রদ্ধা ও গভীর শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।