রাজনগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক সভা
মৌলভীবাজারের রাজনগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড এর কারিগরি সহযোগিতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিভিশনাল কোডিনেটর মিস জয়িতা পলির সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা মোঃ আজাদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বাদশা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মোস্তফা বকস, শিক্ষক হেলাল বকস, অগ্রগামি মানব কল্যাণ সংস্থ্যার সভাপতি মোঃ আব্দুল মাহিদ চৌধুরীসহ উপজেলার বিভিন্নস্থরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
সভায় রাজনগর উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের মাধ্যমে দলিত, হিজরা, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সরকারি সকল সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করা হয়।
এছাড়াও জাতপাত ও পেশাগত বৈষম্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক এবং মানবাধিকার এর সুরক্ষাসহ ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর নানাবিধ বৈষম্য ও সমাধান নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
এসময় উপজেলার নির্বাহি কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে তাদেরকেও এগিয়ে আসতে হবে। নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে।