উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আয়ারল্যান্ড এ পবিত্র ঈদুল আযহা পালিত
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/18/screenshot_20240618-172428_gallery.jpg?itok=E0jzq3Tr×tamp=1718710083)
ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’ যার মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইবরাহিম (আ.)এর সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনুপম আদর্শ অনুসরণ করে মুসলিম বিশ্বের সাথে মিল রেখে দিন টি উদ্যাপন করেছেন আয়ারল্যান্ড এ বসবাসরত মোসল্লীরা,
বিশ্বের অন্যান্য দেশের মতো বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহৎ আনন্দের দিন,পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে আয়ারল্যান্ড এর বিভিন্ন শহরে। ডাব্লিন, লিমিরিক কর্ক,গলওয়ে, কিলার্নি,থার্লাস, নাস সহ অন্যান্য শহরে বিপুল সংখ্যক মুসল্লী দের উপস্তিতিতে অনুষ্ঠিত হয়েছে বেশ কিছু ঈদ জামাত।
ইসলামিক কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত ঈদের জামাতে বাংলাদেশ, সিরিয়া, মিশর, পাকিস্তান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের আয়ারল্যান্ড এ বসবাসরত মোসল্লীয়ান উপস্থিত ছিলেন। নারী শিশু কিশোর দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। থার্লাস ইসলামিক কমিউনিটির আয়োজনে এথলেটিক মাঠে অনুষ্ঠিত জামাতে সংগঠনের সভাপতি গোলাম নবী বাবুল, সাধারণ সম্পাদক ইফতেখার রেজা জয়নাল, কোষধক্ষ সোয়াইব আহমেদ,
রাফি উদ্দিন আহমদ, আবু রায়হান মোহাম্মদ মিজান,মোস্তফা চৌধুরী নিপন সহ উপস্থিত মুসল্লীরা একে অন্যের সাথে কোশল বিনিময় করেন।
ইমাম শেখ সাদী ঈদের খুৎবায় পিলিস্থিন সহ মোসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আয়ারল্যান্ড এ পশু জবাইয়ের বিষয়ে বিশেষ কিছু নিয়ম থাকায় সকলেই নির্দিষ্ট ডিলার বা গ্রোসারি সপে কোরবানির অর্ডার করে ঈদের পরের দিন নিজ নিজ পশুর মাংস সংগ্রহ করে তা বন্টনের মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা সমাপ্ত করতে দেখা গেছে । পশু কুরবানির সাথে আত্নার পশুত্ব কুরবানী হবে , মানুষে মানুষে বৈষম্যের অবসান ঘঠিয়ে বিশ্বময় শান্তি প্রবাহিত হবে এমনটা ই প্রত্যাশা মুসল্লীদের।