কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
পিন্টু দেবনাথ : ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) উপজেলা চৌমুহনায় সংগ্রাম, সাফল্য ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বখত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন।
বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার এএসআই আনোয়ার হোসেন, পরিবহণ শ্রমিক নেতা আলমাছ মিয়া, উপজেলা চৌমুহনী সিএনজি সভাপতি
হেলাল মিয়া, ভানুগাছ সিএনজি গুপের সভাপতি বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নিসচা কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম সজিব, আদিবুর রহমান, আব্দুল গনি, নয়ন কর, আমির হোসেন আরো অনেকে।