গরীব দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে- মিফতাহ

মোশাহিদ আহমদ : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য বিচারপতি (অব.) অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেছেন, বাংলাদেশ গরীব দেশ। আমাদের এই গরীব দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ওই টাকাগুলো যদি থাকতো, দেশের কাজে লাগতো। তবে আমাদের দুর্ভাগ্য, বাঙালি জাতীয়তাবাদের নেত্রী সবকিছু নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। স্বাধীনতার ৫৩ বছরে অনেক সরকার পরিবর্তন আমরা দেখেছি। কেউ পালিয়ে যায়নি, উনি ছাড়া। শীর্ষ নেতৃত্ব থেকে ছাত্র নেতা এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছেন। আমার একজন সহকর্মী পালানোর চেষ্টা করে ধরা পড়েছেন। উনারা বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে নেতার হুকুম তামিলে ব্যস্ত ছিলেন। তাদের এমন মানসিকতা তৈরী হয়েছিল, চুরি-ডাকাতি যাইহোক নেতা যা বলতেন, সেটাই সঠিক।
শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় গণমিলনায়তনে দিরাই উপজেলার নবগঠিত ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ওয়ার্ড আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি। তিনি বলেন, আমাদের চাহিদা একটি দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত, অপরাধ মুক্ত সমাজ। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য একটা সুস্থ সমাজব্যবস্থা চাই। আজকে দিরাই শাল্লার বিভিন্ন স্থানে অস্ত্রের ঝনঝনানি। প্রায়ই দেখা যায়, মারামারিতে বেআইনি অস্ত্র ব্যবহার হচ্ছে। আমরা অবৈধ অস্ত্রমুক্ত দিরাই শাল্লা চাই। দিরাই শাল্লায় প্রচুর মাদকাসক্ত লোক রয়েছে। এই মাদক ব্যবসায় নিশ্চয়ই কেউ জড়িত। ওদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের ছেলেদের মাদক থেকে মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অনেক নেতাকর্মী উশৃঙ্খল কাজ-কারবারে জড়িয়ে পড়েছেন। মানুষ বলছে এরা আর ভালো কোথায়। এই বদনাম আমাদের ঘুচাতে হবে। বদনামের ভাগ আমরা নিতে চাই না। আমরা চাই, ভালো মানুষ নেতৃত্বে আসুক। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটা খুবই স্বাভাবিক। তবে সবাইকেই মূল্যায়ন করতে হবে। স্থানীয় রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, নাছির উদ্দিন চৌধুরী একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ। তিনি সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিতে পারলে, আমাদের সবার সমর্থন পাবেন। শুধু নাছির চৌধুরী নয়, যেই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আসবে, আমরা সবাই এক হয়ে তার পক্ষে কাজ করবো।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় সভাপতিত্বে করেন, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন। বিএনপি নেতা সুজাত আহমদ চৌধুরী ও আবু সাঈদ চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিত্যানন্দ দাস, জগদল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক সমুজ মিয়া, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মতিন চৌধুরী, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম, রফিনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জমিরুল ইসলাম, রাজানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বিএনপি নেতা নুরুল হক সর্দার, শরীয়ত আলম চৌধুরী, নিয়াজ মাহমুদ রিপন, লুৎফুর রহমানসহ আরও অনেকে।