জামালগঞ্জে জুলাই যুদ্ধা শহীদ সোহাগের কবরে জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পণ

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বছর ফুর্তি দিবসটি বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ ই আগষ্ট মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসের উপর আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, কৃষিবিদ কাউসার আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি দাস, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, থানার ইন্সপেক্টর তদন্ত জয়নাল আবেদীন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, শাহীন আলম প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধী সমাজের নেতৃবৃন্দ। পরে জুলাই ২০২৪ এর গণ অদ্ভুত্থানের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনীর পর শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে।
এ দিকে, দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো : শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ও যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সদস্য জুলফিকার চৌধুরী রানা, শামসুজ্জামান ধন মিয়া সহ নেতৃবৃন্দের উপস্থিততে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এ সময় উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাজাহান ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, উপজেলা জামায়াতের আমীর মো: হাবিবুর রহমান ও নায়বে আমীর ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ শেষে রিভার ভিউ পার্কে আলোচনা সভায় বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ। বিকেলে জামালগঞ্জ সরকারী কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সাইদুল মুরছালেন এর নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রক্ষিণ করে।