বাবার মতো দুই উপজেলায় শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই: গোলাপগঞ্জে সৈয়দা আদিবা

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড.সৈয়দ মকবুল হোসেনের মেয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, 'আমার বাবা জীবনদ্দশায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে শিক্ষার মানোন্নয়নে কাজ করে গেছেন। তিনি চাইতেন, একটি শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আমি যেখানে যাই যখন মানুষ শিক্ষার উন্নয়নে বাবার অবদানের কথা তুলে ধরেন তখন ভালো লাগে। আমি চাই বাবার মতো দুই উপজেলায় শিক্ষার মানোন্নয়নে কাজ করতে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।'
তিনি বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন ও প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আফজল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাদা, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ কামাল আহমদ, ইসমাইল হোসেন বাচ্চু, পশ্চিম আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, রবিন্দ্র রায়, লক্ষীপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা শরীফ আহমদ প্রমুখ।
এদিন তিনি বিকেলে একই ইউনিয়নের লক্ষীপাশা দারুস সূন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এছাড়া তিনি পৃথক অনুষ্ঠানে লক্ষীপাশা ইউনিয়নের ৩,৪,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন। রাতে জাঙালহাটা বাজারে নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।